Ticker

6/recent/ticker-posts

Current Affairs - কে কোন পদে আছেন (28.01.2020)

2020 সালে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কে কোথায় আছেন

 এই পোস্টটির Pdf ফাইল ডাউনলোড করুন ➧ Click Here

1. ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীর নাম কী?
➟ হেমন্ত সোরেন।

2. SEBI এর চেয়ারম্যান কে?
➟ অজয় ত্যাগী।

3. নীতি আয়োগ এর CEO কে ?
➟ Shri Amitabh Kant.

4. নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান কে?
➟ Dr. Rajiv Kumar.

5. বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে?
➟ Sharad Arvind Bobde.

6. বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কে?
➟ Thottathil B. Nair Radhakrishnan.

7. BCCI এর সভাপতি সৌরভ গাঙ্গুলী কত তম
➟ 39th.

8. রেল বোডের বর্তমান chairman কে?
➟ Vinod Kumar Yadav.

9. বর্তমানে নৌবাহিনীর প্রধান কে?
➟ Admiral Karambir Singh.

10. মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর নাম কি?
➟ উদ্ধব ঠাকরে।

11. মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর নাম কি?
➟ অজিত পাওয়ার।

12. Chief of defence staff কে?
➟ Bipin Rawat.

13. Comptroller and Auditor General of India (CAG)কে?
➟ রাজীব মেহেরিসি।

14. UPSC এর বর্তমান চেয়ারম্যান কে?
➟ অরবিন্দ সাক্সেনা।

15. Registrar General and Census Commissioner of India কে?
➟ শ্রী ভিভেক যোশি।

16. Central Board of Direct Taxes(CBDT)এট চেয়ারম্যান কে?
➟ প্রমোদ চন্দ্র মোদী।

17. বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার কে ?
➟ Sunil Arora.

18. বর্তমানে ভারতের HRD MINISTER কে?
➟ Ramesh Pokhriyal.

19. পশ্চিমবঙ্গ বিধানসভার স্পীকার কে?
➟ বিমান বন্দ্যোপাধ্যায়।

20. পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পীকার কে?
➟ Haider Aziz Safwi.

21. বর্তমানে ভারতে ক্যাবিনেট সেক্রেটারি কে?
➟ Shri Rajiv Gauba.

22. ভারতের অ্যাটর্নি জেনারেল কে?
➟ কে কে ভেনুগোপাল।

23. ভারতের সলিসিটর জেনারেল কে?
➟ তুষার মেহতা।

24. ভারতের চিফ অফ এয়ারস্টাফ কে?
➟ রাকেশ কুমার শিং।

25. ভারতের প্রথম লোকপাল কে?
➟ পিনাকী চন্দ্র ঘোষ।

26. ভারতের বর্তাম বিদেশমন্ত্রী কে?
➟ এস.জয়শঙ্কর।

27. প্রধানমন্ত্রীর Principal Secretary কে?
➟ পি কে সিনহা।

28. বর্তমানে হোম সেক্রেটারি কে?
➟ অজয় কুমার ভাল্লা।

29. বর্তমানে ফিনান্স সেক্রেটারি কে?
➟ রাজীব কুমার।

30. ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর জেনারেল কে?
➟ রাজীব জৈন।

31. C.B.I এর বর্তমান ডিরেক্টর জেনারেল কে?
➟ ঋষি কুমার শুক্লা।

32. Lieutenant Governors of Ladakh?
➟ R.k.Mathur.

33. Lieutenant Governors of J&K?
➟ গিরিশ চান্দের মুর্মু।

34. SBI এর ডিরেক্টর জেনারেল কে?
➟ রাজনিস কুমার।

35. ফিফার president কে?
➟ Gianni" Infantino.

36. UNO এর  SECRETARY GENERAL কে?
➟ António Guterres.

 এই পোস্টটির Pdf ফাইল ডাউনলোড করুন ➧ Click Here

ডাউনলোড করুন পরিক্ষা প্রস্তুতি Mobile App http://bit.ly/gkbangla

Post a Comment

0 Comments