১। অন্ধ্রপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
উঃ নিলম সঞ্জীব রেড্ডি।
উঃ নিলম সঞ্জীব রেড্ডি।
২। তেলেঙ্গানার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
উঃ কে চন্দ্রশেখর রাও।
৩। অরুণাচল প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
উঃ প্রেমখান্ডু তুঙ্গন।
৪। আসামের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
উঃ গোপীনাথ বরদোলৈ।
৫। বিহারের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
উঃ কৃষ্ণ সিং।
৬। ছত্রিশগড় এর প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
উঃ অজিত যোগী।
৭। গোয়ার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
উঃ দয়ানন্দ শ্রী বন্দোদকর।
৮। গুজরাটের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
উঃ জে এন মেহতা।
৯। হরিয়ানার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
উঃ বি ডি শর্মা।
১০। হিমাচল প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
উঃ ওয়াই এস পরমার।
১১। জম্মু কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
উঃ জি এম সাদিক।
১২। ঝাড়খন্ডের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
উঃ বাবুলাল মারান্ডি।
১৩। কর্ণাটকের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
উঃ কে সি রেড্ডি।
উঃ কে সি রেড্ডি।
১৪। কেরালার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
উঃ ই এম এস নাম্বুদিরিপাদ।
উঃ ই এম এস নাম্বুদিরিপাদ।
১৫। মধ্যপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
উঃ বরিশংকর শুক্লা।
১৬। মহারাষ্ট্রের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
উঃ ওয়াই চহ্বান।
১৭। মণিপুরের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
উঃ মাইরেম্বাম কোইরেঙ্গসিং।
১৮। মেঘালয়ের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
উঃ ডাব্ল্যু এ সাংমা।
১৯। মিজোরামের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
উঃ সি চুঙ্গা।
২০। নাগাল্যান্ডের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
উঃ পি সিলুয়াও।
২১। ওড়িশার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
উঃ কৃষ্ণচন্দ্র গজপতি।
২২। পাঞ্জাবের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
উঃ জি সি ভারগব।
২৩। রাজস্থানের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
উঃ এইচ এল শাস্ত্রী।
উঃ এইচ এল শাস্ত্রী।
২৪। সিকিমের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
উঃ কে এল দর্জি।
২৫। তামিলনাড়ুর প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
উঃ সি এন আন্নাদুরাই।
২৬। উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
উঃ গোবিন্দবল্লভ পন্থ।
২৭। ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
উঃ শচীন্দ্রলাল সিং।
২৮। উত্তরাখন্ডের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
উঃ নিত্যানন্দ স্বামী।
২৯। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
উঃ প্রফুল্লচন্দ্র ঘোষ।
0 Comments