Ticker

6/recent/ticker-posts

গণিত বিষয়ক প্র্যাকটিস সেট PDF - SSC, PSC, WBP, Group D | Math Practice Set-1

যেকোনো চাকরির পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ অঙ্কের প্র্যাকটিস সেট PDF | Mathematics Model Question Paper PDF in Bengali

গণিত প্র্যাকটিস সেট, ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা

গুরুত্বপূর্ণ পাটিগণিত প্র্যাকটিস সেট সমাধান সহ বাংলা PDF | Mathematics Practice Set | General Knowledge Bangla PDF

আগত SSC, TET, PSC, WBP, GROUP D, BANK, INDIAN RAIL, BSF, MTS, NTPC, FOOD SI ইত্যাদি পরীক্ষায় তোমাদের সঠিকভাবে প্রস্তুত করে তুলতে নিচে অঙ্কের একটি প্র্যাকটিস সেট প্রদান করা হল। এর মধ্যে সিলেবাস অনুযায়ী ত্রিশটি প্রশ্ন-উত্তর দেওয়া আছে এবং নিচের PDF File-এ আরও অতিরিক্ত দশটি অঙ্ক এবং জটিল সমস্যা গুলির সমাধান দেওয়া হয়েছে।

➲ Math Practice Set 1


০১. 0, 1, 2, 3, ও 4 এই সংখ্যাগুলি একবার ব্যবহার করে গঠিত 5 অঙ্কবিশিষ্ট বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?
 A. 30363
 B. 32976
 C. 40376
 D. 41976

Show Answer


০২ . ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত?
 A. 2
 B. 3
 C. 7
 D. 5

Show Answer


০৩. 3 অঙ্কবিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত?
 A. 900
 B. 841
 C. 999
 D. 961

Show Answer


০৪. কোনো এক ভাগ সংক্রান্ত অঙ্কে ভাগফল 403, ভাজক 100, এবং ভাগশেষ 58 হয়, তবে ভাজ্য কত?
 A. 40340
 B. 30358
 C. 40358
 D. 40300

Show Answer


০৫. দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফলের অনুপাত 9:5 হলে, সংখ্যাদুটির অনুপাত কত?
 A. 7:2
 B. 5:9
 C. 3:2
 D. 9:7

Show Answer


০৬. দুটি সংখ্যার গুনফল 1575 ও ভাগফল 7 হলে, সংখ্যাদুটি কী কী?
 A. 25 ও 115
 B. 35 ও 105
 C. 15 ও 105
 D. 25 ও 63

Show Answer


০৭. একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি?
 A. 4
 B. 3
 C. 6
 D. 2

Show Answer


০৮. পরপর দুটি মৌলিক সংখ্যা কী কী?
 A. 3 ও 4
 B. 2 ও 3
 C. 5 ও 6
 D. কোনোটিই নয়

Show Answer


০৯. 1 থেকে 50-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে?
 A. 7 টি
 B. 10 টি
 C. 15 টি
 D. 17 টি

Show Answer


১০. 1 থেকে 400 পর্যন্ত জোড় সংখ্যাগুলির যোগফল কত?
 A. 40200
 B. 40100
 C. 40400
 D. 42020

Show Answer


১১. [ 22+32+42+52+62+72+82+92+102 ] = ?
 A. 384
 B. 832
 C. 714
 D. 380

Show Answer


১২. 0.9 এর বর্গমূল কত?
 A. 0.3
 B. 0.81
 C. 0.03
 D. 0.95

Show Answer


১৩. 2286 -এর নিকটবর্তী কোন সংখ্যা পূর্ণবর্গ?
 A. 2209
 B. 2304
 C. 2288
 D. কোনোটিই নয়

Show Answer


১৪. দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 315 এবং 7; একটি সংখ্যা 35 হলে অপরটি কত?
 A. 30
 B. 65
 C. 45
 D. 63

Show Answer


১৫. দুটি সংখ্যার অনুপাত 4 : 5 এবং গসাগু 5 হলে, সংখ্যা দুটির সমষ্টি কত?
 A. 45
 B. 20
 C. 40
 D. 60

Show Answer


১৬. A ও B এর বয়সের গড় 9 বছর 4 মাস এবং B ও C এর বয়সের গড় 4 বছর 8 মাস। A ও C এর বয়সের পার্থক্য কত?
 A. 9.2 বছর
 B. 9 1⁄2 বছর
 C. 9 1⁄3 বছর
 D. 9.3 বছর

Show Answer


১৭. A : B = 2 : 3, B : C = 5 : 4, C : D = 7 : 8 হলে, A : D = ?
 A. 20 : 30
 B. 25 : 35
 C. 30 : 40
 D. 35 : 48

Show Answer


১৮. 3 লিটার চিনির দ্রবনে চিনির শতকরা হার 40%। দ্রবনে 1 লিটার জল মেশালে চিনির শতকরা হার কত হবে?
 A. 20%
 B. 30%
 C. 35%
 D. 45%

Show Answer


১৯. 600 টাকার 6 বছর সুদে খাটানোর পর, সুদ হয় 180 টাকা। বার্ষিক সুদের হার কত?
 A. 5%
 B. 6%
 C. 8%
 D. 10%

Show Answer


২০. তিন বন্ধু যথাক্রমে 2000 টাকা, 2500 টাকা ও 1000 টাকা বিনিয়োগে একটা ব্যাবসা শুরু করে। 770 টাকা মুনাফা হলে, তৃতীয় বন্ধু কত টাকা পাবে?
 A. 120 টাকা
 B. 130 টাকা
 C. 135 টাকা
 D. 140 টাকা

Show Answer


২১. কোনো আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরে 4 গুন হবে?
 A. 25 বছর
 B. 20 বছর
 C. 48 বছর
 D. 10 বছর

Show Answer


২২. একজন ব্যক্তি 10,000 টাকা ক্রয়মূল্যের একটি দ্রব্য 9,999 টাকায় বিক্রি করলে, তার ক্ষতির হার কত?
 A. 1%
 B. 0.1%
 C. 0.01%
 D. 0.001%

Show Answer


২৩. বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদে 625 টাকার 2 বছরের সুদ-আসল কত হবে?
 A. 633 টাকা
 B. 676 টাকা
 C. 675 টাকা
 D. 686 টাকা

Show Answer


২৪. একটি ট্রেন 10 মিনিটে 12 কিমি যায়। একটি টেলিগ্রামের খুঁটি অতিক্রম করতে যদি 6 সেকেন্ড সময় লাগে, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
 A. 90 মিটার
 B. 100 মিটার
 C. 130 মিটার
 D. 120 মিটার

Show Answer


২৫. 4 – 3.6 ÷ 4 + 0.2 × 0.5 এর মান কত?
 A. 3.1
 B. 3.2
 C. 4.5
 D. 8.6

Show Answer


২৬. 6000 এর _%? = 240
 A. 4%
 B. 5%
 C. 8%
 D. 10%

Show Answer


২৭. বার্ষিক 12% সরল সুদে কত বছরে 3000 টাকা আসলের উপর সুদের পরিমান হবে 1080 টাকা?
 A. 2 বছর
 B. 2.5 বছর
 C. 3 বছর
 D. 5 বছর

Show Answer


২৮. 25%-এর 25%-এর মান কত?
 A. 0.625
 B. 0.0625
 C. 6.25
 D. কোনোটিই নয়

Show Answer


২৯. একটি গাড়ি ঘণ্টায় 108 কিমি গতিবেগে 15 সেকেন্ডে কতোটা দূরত্ব অতিক্রম করবে?
 A. 250 মিটার
 B. 300 মিটার
 C. 350 মিটার
 D. 450 মিটার

Show Answer


৩০. কোনো একটি সংখ্যার 50% থেকে 50 বিয়োগ করলে 50 পাওয়া যায়। সংখ্যাটি হল –
 A. 250
 B. 150
 C. 200
 D. 400

Show Answer

উপরোক্ত অঙ্কগুলি ছাড়াও অতিরিক্ত 10 টি অঙ্ক নিচের PDF ফাইলে দেওয়া আছে।


*** কিছু জটিল অঙ্কের সমাধান নিচের PDF ফাইলের সঙ্গে দেওয়া আছে ***


PDF File:
➲ Download করুন এই পোস্টটির PDF File: DOWNLOAD

WBPSC Food SI Mathematics Model Question Answer

WBPSC Food SI General Studies মডেল প্রশ্নোত্তর Set-1


#west bengal exam mock test, #bangla gk quiz, #wbp, #ssc, #wbpsc, #indian rail, #group d

➧ Download General Knowledge Mobile app: Click Here

Post a Comment

0 Comments