Ticker

6/recent/ticker-posts

গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন-উত্তর NTPC ও Group-D পরীক্ষার জন্য।


1. প্রথম ভারতীয় অভিনেতা হিসাবে হলিউড সিনেমায় কে অভিনয় করেন?
উঃ দস্তাগীর।

2. জলদাপাড়া অভয়ারন্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
উঃ জলপাইগুড়ি জেলায়।

3. ভুটানের পার্লামেন্টের নাম কি?
উঃ সোংডু।

4. "টিনের তলোয়ার" এর পরিচালক কে?
উঃ প্রখ্যাত নাট্যকার উৎপল দত্ত।

5. কিউবার রাজধানীর নাম কি?
উঃ হাভানা।

6. পঞ্চতন্ত্রের লেখক কে?
উঃ বিষ্ণু শর্মা।

7. 'Knowledge is power'উক্তিটি কার?
উঃ ফ্রান্সিস বেকন-এর।

8. পিপল ডেইলি সংবাদপত্রটি কোন দেশের?
উঃ চিনের।

9. "বিবর" উপন্যাসের লেখক কে?
উঃ সমরেশ বসু।

10. লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
উঃ গোমতী নদীর তীরে।

11. কাজিরাঙ্গা অভয়ারণ্যের মুল আকর্ষণ কি?
উঃ এক শৃঙ্গ গন্ডার।

12. রাষ্ট্র পুঞ্জের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত?
উঃ নিউইয়র্কে।

13. মালয়েশিয়ার জাতীয় ফুল কি?
উঃ জবা।

14. কোন শহরকে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয়?
উঃ ওশাকা কে।

15. প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড কে?
উঃ রীতা ফারিয়া।

16. কোন শহরকে পবিত্র শহর বলা হয়?
উঃ জেরুজালেম।

17. কুঞ্জরানী দেবী কোন খেলার সাথে যুক্ত ছিলেন?
উঃ ভারউত্তোলন এর সাথে।

18. কোন দেশকে ইউরোপের খেলার মাঠ বলা হয়?
উঃ সুইজারল্যান্ড কে।

19. "Cricket my style" এর লেখক কে?
উঃ কপিল দেব।

20. কখন প্রথম কমনওয়েলথ গেমস আরম্ভ হয়?
উঃ 1930 সালে।

21. টেস্ট ক্রিকেটে ভারতের প্রথম অধিনায়ক কে?
উঃ সি. কে নাইডু।

22. রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত?
উঃ গল্ফ খেলার সাথে।

23. দক্ষিণ আফ্রিকার ফুটবল দলকে তাদের সমর্থকেরা কি নামে ডাকে?
উঃ বাফানা বাফানা নামে।

24. জাপানের দ্বিতীয় খেলা কি?
উঃ যুযুৎসু।

25. সুব্রত কাপ কোন খেলার সাথে যুক্ত?
উঃ ফুটবল খেলার সাথে।

26. রাগবি খেলায় সর্বাধিক খেলোয়াড় সংখ্যা কত?
উঃ 13 জন।

27. বিংশ শতকের শতাব্দী সেরা ফুটবলারের গৌরব কে অধিকার করেছেন?
উঃ পেলে।

28. ইউরোপের কোন ফুটবলার পরপর পাঁচটি বিশ্বকাপ খেলেছেন?
উঃ লোথার ম্যাথুজ।

ডাউনলোড করুন এই পোস্ট-টির PDF File: Click Here

Post a Comment

1 Comments