Ticker

6/recent/ticker-posts

বিভিন্ন দেশের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সীমারেখার নাম ও অবস্থান।


০১. ডুরান্ড লাইনভারত ও আফগানিস্থান মধ্যে অবস্থিত।

০২. ম্যাকমোহন লাইনভারত ও চিন।

০৩. রেডক্লিফ লাইন ➟ ভারত ও পাকিস্থান।

০৪. ৮ ডিগ্রি চ্যানেল ➟ মিনিকয় দ্বীপ ও মালদ্বীপ।

০৫. ৯ ডিগ্রি চ্যানেল ➟ লক্ষ দ্বীপ ও মিনিকয়।

০৬. ১০ ডিগ্রি চ্যানেল ➟ আন্দামান ও নিকোবর।

০৭. ডানকান প্যাসেজ ➟ বড় ও ছোট আন্দামান।

০৮. গ্রেট চ্যানেল ➟ আন্দামান,নিকোবরও সুমাত্রা।

০৯. হিনডেনবার্গ লাইন ➟ জার্মানী ও পোলান্ড।

১০. ম্যাগিনট লাইন ➟ ফ্রান্স ও জার্মানী (ফ্রান্স কতৃক নির্ধারিত)।

১১. ম্যানারহেন লাইন ➟ রাশিয়া ও ফিনল্যান্ড।

১২. সেগফ্রিড লাইন ➟ জার্মানি ও ফ্রান্স (জার্মানি কতৃক নির্ধারিত)।

১৩. ১৬ তম প্যারালাল ➟ নামিবিয়া ও অ্যাংগোলা।

১৪. ১৭ তম প্যারালাল ➟ উত্তর ও দক্ষিন ভিয়েতনাম।

১৫. ৩৮ তম প্যারালাল ➟ উত্তর ও দক্ষিন কোরিয়া।

১৬. ৪৯ তম প্যারালাল ➟ আমেরিকা ও কানাডা (বিশ্বের বৃহত্তম প্যারালাল)।
.
Share this post with your friends on Whatsapp & Facebook.

Post a Comment

0 Comments