Ticker

6/recent/ticker-posts

Current Affairs - কিছু সাম্প্রতিক ঘটনাবলী [Feb 2020]


➧ ঘূর্ণিঝড় বুলবুল নামকরণ করে পাকিস্তান।

➧ ঘূর্ণিঝড় ফণী নামকরণ করে বাংলাদেশ।

➧ জাতীয় শিক্ষা দিবস 11 ই নভেম্বর।

➧ 2020 সালের অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে জাপানের টোকিওতে।

➧ 2020 সালের অলিম্পিক গেমস হল 32 তম অলিম্পিক গেমস।

➧ 33 তম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে 2024 সালে প্যারিসে।

➧ 2020 সালের অলিম্পিক গেমসের অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি।

➧ Unbreakable আত্মজীবনীটি মেরি কমের।

➧ 2023 সালে আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কাপ অনুষ্ঠিত হবে ভারতে।

➧ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর সুইজারল্যান্ডের লৌ জানে।

➧ ইসরোর বর্তমান চেয়ারম্যান ডঃ কে শিবান।

➧ ইসরোর প্রতিষ্ঠাতা বিক্রম সারাভাই এর 100 তম জন্মবার্ষিকী পালন হয় 2019-এ।

➧ চন্দ্রযান 2 প্রেরণ করা হয় 2019 সালে।

➧ 370 নম্বর ধারা ও 35 এ নম্বর অনুচ্ছেদ বাতিল হবার পর ভারতের রাজ্য সংখ্যা 28 টি।

➧ 370 নম্বর ধারা ও 35 এ নম্বর অনুচ্ছেদ বাতিল হবার পর ভারতের কেন্দ্রীয় শাসিত অঞ্চলের সংখ্যা নয়টি।

➧ লাদাকের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর গিরিশচন্দ্র মুর্মু।

➧ লাদাখ ও জম্মু কাশ্মীর এই দুটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে পরিচিত হয়হয় 31 শে অক্টোবর 2019।

➧ লাদাখের জেলার সংখ্যা দুইটি এবং জম্মু-কাশ্মীরের জেলার সংখ্যা 22 টি।

➧ লালজী টেনডন মধ্যপ্রদেশের রাজ্যপাল।

➧ 35 তম এশিয়ান সামিট অনুষ্ঠিত হয় ব্যাংককে।

➧ জাতীয় একতা দিবস 31 শে অক্টোবর।

➧ পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল জগদীপ ধনখড়।

➧ ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের বর্তমান নাম অরুণ জেটলি স্টেডিয়াম।

➧ UAE তে ভারতের নতুন অ্যাম্বাসেডর পবন কাপুর।

➧ পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান।

➧ অসমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিমা দাস।

➧ সম্প্রতি পান মশলা ব্যান করল রাজস্থান।

➧ পশ্চিমবঙ্গে গুটখা ব্যান করল 7 নভেম্বর।

➧ রেলওয়ে সততার বিচারে 2019 সবচেয়ে স্বচ্ছ রেলওয়ে স্টেশন জয়পুর।

➧ বিশ্ব সুনামি সচেতনতা দিবস 5 নভেম্বর।


➲ "INDIA STATE OF FOREST REPORT  2019" শীর্ষক  রিপোর্ট  অনুযায়ী

★ শেষ দুবছরে ভারতে বনাঞ্চল বেড়েছে ৫১৮৮ বর্গকিমি।

★ সবচেয়ে বেশি বনাঞ্চল বেড়েছে  কর্নাটক-এ,   দ্বিতীয় - অন্ধ্রপ্রদেশ,  তৃতীয় - কেরল

★ সমগ্র হিসাব অনুযায়ী বনাঞ্চল-এ

  • প্রথম - মধ্যপ্রদেশ
  • দ্বিতীয় -  অরুনাচলপ্রদেশ
  • তৃতীয় - ছত্তিসগড়
  • চতুর্থ - ওড়িশা
  • পঞ্চম - মহারাষ্ট্র

★ রিপোর্ট  অনুযায়ী উত্তর-পূর্ব বনাঞ্চল এর পরিমান ৭৬৫ বর্গ কিমি কমেছ।

★ সর্বত ভাবে ম্যানগ্রোভ অরন্য বেড়েছে ৫৪ বর্গকিমি।

★ রিপোর্ট  অনুযায়ী পশ্চিমবঙ্গে  ঘন বনভূমির পরিমান ২০ বর্গকিমি কমেছ।

★ পশ্চিমবঙ্গে  মাঝারি ঘনত্বের বনভূমির পরিমান ১৪ বর্গকিমি বেড়েছে।

★ পশ্চিমবঙ্গে  সংরক্ষিত  বন এলাকায়  সামগ্রিকভাবে অরন্যের পরিমান  সাত বর্গকিমি কমেছে।

General Knowledge - পরিক্ষা প্রস্তুতি Mobile App: http://bit.ly/gkbangla

Post a Comment

1 Comments

  1. Ami SSC MTS exam devao.. Tai.. Amake kicuh tip deo jateh ami.. Pass koretah pari.. But.. Ami.. Utterprades boad ach

    ReplyDelete