Ticker

6/recent/ticker-posts

ইতিহাস বিষয়ক ১০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর + Pdf


০১. ছিয়াত্তরের মন্বন্তর হয় কত সালে? → ১৭৭০ সালে।

০২. সলবাইয়ের সন্ধি কত সালে হয়? → ১৭৮২ সালে।

০৩. জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? → ডাফর।

০৪. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে? → মঙ্গল পান্ডে।

০৫. বিজ্ঞান পরিষদ তৈরি হয় কত সালে? → ১৮৬৪ সালে।

০৬. পৃথক নির্বাচনী ব্যবস্থা করা হয় কোন আইনের সাহায্যে? → মর্লেমিন্টো।

০৭. মুঘলদের সময় সরকারি ভাষা কি ছিল? → ফার্সি।

০৮. চিরস্থায়ী বন্দোবস্ত হয় কত সালে? → ১৭৯৩ সালে।

০৯. জামা মসজিদ কে নির্মান করেন? → শাহজাহান।

১০. সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? → কৃষ্ণকুমার মিত্র।

১১. মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কে দায়ী? → ঔরঙ্গজেব।

১২. কার রাজসভায় অষ্টপ্রধান ছিলেন? → শিবাজী।

১৩. স্যার টমাস রো কার আমলে ভারতে আসেন? → জাহাঙ্গীরের আমলে।

১৪. মালিক কাফুর কে ছিলেন? → আলাউদ্দিন খলজির সেনাপতি।

১৫. বিজয়নগর এর প্রতিষ্ঠাতা কে? → হরিহর।

১৬. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? → খিজির খান।

১৭. ভারত সভা কত সালে স্থাপিত হয়? → ১৮৭৬ সালে।

১৮. আলিপুর বোমা মামলায় প্রধান আসামী কে ছিলেন? → অরবিন্দ ঘোষ।

১৯. সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? → ব্রহ্মবান্ধব উপাধ্যায়।

২০. বক্সারের যুদ্ধ কত সালে হয়? → ১৭৬৪ সালে।

২১. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? → লালা হরদয়াল।

২২. সাইমন কমিশন কত সালে ভারতে আসে? → ১৯২৮ সালে।

২৩. গান্ধী বুড়ি কাকে বলা হয়? → মাতঙ্গিনী হাজরা।

২৪. ভারতছাড়ো আন্দোলনের সূচনা কে করেন? → গান্ধীজি।

২৫. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? → লর্ড মাউন্টব্যাটেন।

২৬. নৌ বিদ্রোহ কত সালে হয়? → ১৯৪৬ সালে।

২৭. কুনিক উপাধি কে গ্রহণ করেন? → অজাতশত্রু।

২৮. হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? → বিম্বিসার।

২৯. ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? → নেতাজী সুভাষচন্দ্র বসু।

৩০. গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়? → ১৯৩১ সালে।

৩১. বিক্রম শীল উপাধি কে গ্রহণ করেন? → ধর্মপাল।

৩২. প্রিয়দর্শীকা কে লিখেন? → হর্ষবর্ধন।

৩৩. শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন? → হর্ষবর্ধন।

৩৪. কালিদাস কার সভাকবি ছিলেন? → দ্বিতীয় চন্দ্রগুপ্তের।

৩৫. মেঘদুত এর রচয়িতা কে? → কালিদাস।

৩৬. পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে? → প্রথম নরসিংহ বর্মন।

৩৭. গুপ্তাব্দের প্রচলন কবে হয়? → ৩২০ সালে।

৩৮. শকাব্দ কে প্রচলন করেন? → কনিষ্ক।

৩৯. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? → শিমুক।

৪০. কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন? → দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

৪১. কনিষ্কের সভাকবি কে ছিলেন? → অশ্বঘোষ।

৪২. গান্ধার শিল্প কোন যুগের? → কুষাণ যুগের।

৪৩. পুনা চুক্তি হয় কত সালে? → ১৯৩২ সালে।

৪৪. মাস্টারদা নামে কে পরিচিত? → সূর্য সেন।

৪৫. স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন কে করেছিলেন? → যতীন দাস।

৪৬. গান্ধী আরউইন চুক্তি অপর নাম কি? → দিল্লি চুক্তি।

৪৭. কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন? → রামপ্রসাদ বিসমিল।

৪৮. রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়? → ১৯৩০ সালে।

৪৯. রাশিয়ায় বলশেভিক আন্দোলন হয় কত সালে? → ১৯১৭ সালে।

৫০. রাওলাট আইন পাস হয় কত সালে? → ১৯১৯ সালে।

৫১. খোদা সত্যাগ্রহ হয় কত সালে? → ১৯১৮ সালে।

৫২. গান্ধীজী প্রথম সত্যাগ্রহ কোথায় করেন? → দক্ষিণ আফ্রিকার নাটালে।

৫৩. ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন? → চম্পারনে।

৫৪. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? → হরিশচন্দ্র মুখোপাধ্যায়।

৫৫. দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন হয় কত সালে? → ১৮৭৫ সালে।

৫৬. ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেন কে? → ফারুকশিয়ার।

৫৭. পাটলিপুত্র কোথায় অবস্থিত? → গণ্ডক-গঙ্গা-শোন নদীর সঙ্গমে।

৫৮. ম্যাঙ্গালোরের সন্ধি হয় কত সালে? → ১৭৮৪ সালে।

৫৯. বৃহৎকথা কে লেখেন? → গুণাঢ্য।

৬০. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? → উইলিয়াম জোন্স।

৬১. সগৌলির সন্ধি হয় কত সালে? → ১৮১৬ সালে।

৬২. কল্পনা দত্ত কিসের সঙ্গে যুক্ত ছিলেন? → চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে।

৬৩. বন্দীজীবন কে লেখেন? → শচীন সান্যাল।

৬৪. হিন্দু মেলা স্থাপিত হয় কত সালে? → ১৮৬৭ সালে।

৬৫. ভারতের সশস্ত্র বিপ্লবের জনক কে? → ফাঁড়কে।

৬৬. বন্দেমাতরাম কি? → একটি ইংরেজী দৈনিক।

৬৭. অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদক কে? → শচীন্দ্রকুমার বসু।

৬৮. ইলবার্ট বিল আন্দোলন কত সালে হয়? → ১৮৮৩ সালে।

৬৯. ইস্ট ইন্ডিয়া সোসাইটি তৈরি হয় কত সালে? → ১৮৬৬ সালে।

৭০. অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? → শিশির কুমার ঘোষ।

৭১. পরিব্রাজক রচনা করেন কে? → স্বামী বিবেকানন্দ।

৭২. কোল বিদ্রোহ হয় কত সালে? → ১৮৩১ সালে।

৭৩. খিলাফত আন্দোলন হয় কত সালে? → ১৯২০ সালে।

৭৪. দুদুমিয়া কে ছিলেন? → ফরাজি আন্দোলনের নেতা।

৭৫. কবিরের ভক্তিমূলক গান কে কি বলে? → দোঁহা।

৭৬. শুদ্ধি আন্দোলনের নেতা কে ছিলেন? → দয়ানন্দ সরস্বতী।

৭৭. ব্রহ্মানন্দ উপাধি কে পান? → কেশব চন্দ্র।

৭৮. ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? → কেশব চন্দ্র।

৭৯. বিশ্বম্ভর কার নাম ছিল? → নিমাই এর।

৮০. শ্রী চৈতন্য প্রবর্তিত ধর্মের নাম কি? → বৈষ্ণব।

৮১. চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি? → ব্রহ্মচর্য।

৮২. অন্ধ্র কবিতার পিতামহ কাকে বলা হয়? → পোদ্দন।

৮৩. নিকোলো কন্টি কার আমলে ভারতে আসেন? → প্রথম দেবে রায়ের আমলে।

৮৪. বাহমনী বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? → ফিরোজ শাহ।

৮৫. ফোর্ট উইলিয়াম স্থাপিত হয় কত সালে? → ১৮০০ সালে।

৮৬. কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কত সালে? → ১৮৩৫ সালে।

৮৭. উডের ডেসপাচ ঘোষিত হয় কত সালে? → ১৮৫৪ সালে।

৮৮. কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কার আমলে? → বেন্টিঙ্কের আমলে।

৮৯. কলকাতা মাদ্রাসা স্থাপিত হয় কত সালে? → ১৭৮১ সালে।

৯০. পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? → ওয়ারেন হেস্টিংস।

৯১. পুলিশি ব্যবস্থা সংস্কার করেন কে? → লর্ড কর্নওয়ালিস।

৯২. ভার্সাই সন্ধি কত সালে হয়? → ১৭৮৩ সালে।

৯৩. ভার্সাই সন্ধি হয় কাদের মধ্যে? → ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে।

৯৪. ম্যাঙ্গালোর সন্ধি কাদের মধ্যে হয়? → ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে।

৯৫. তৃতীয় মহীশূরের যুদ্ধ হয় কাদের মধ্যে? → টিপু ও কর্নওয়ালিস এর মধ্যে।

৯৬. অতীশ দীপঙ্কর কে ছিলেন? → বৌদ্ধ পণ্ডিত।

৯৭. তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হয় কার আমলে? → লর্ড হেস্টিংস এর আমলে।

৯৮. পুরন্দরের চুক্তি হয় কত সালে? → ১৭৭৬ সালে।

৯৯. পুরন্দরের চুক্তি হয়েছিল কাদের মধ্যে? → ইংরেজ ও মারাঠাদের মধ্যে।

১০০. গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন কোন বৃক্ষের নিচে? → অশ্বত্থ।

এই লেখাটির Pdf File ডাউনলোড করুন Click Here

General Knowledge - সাধারন জ্ঞান  অ্যাপ https://bit.ly/gkbangla

Post a Comment

1 Comments