Ticker

6/recent/ticker-posts

কিছু গুরুত্বপূর্ণ বই এবং তাদের লেখক।

1. "One life is not enough" বইটির লেখক কে ?
উঃ- কে. নটবর সিং।

2."Drain of wealth" বইটির লেখক কে ?
উঃ- দাদাভাই নওরোজি।

3. "I do what I do" বইটির লেখক কে ?
উঃ- রঘুরাম রাজন (RESERVE BANK এর প্রাক্তন   প্রধান )।

4. "Eighteen fifty saven" (1857) বইটির লেখক কে ?
উঃ- সুরেন্দ্রনাথ সেন।

5. "India wins freedom" র লেখক কে ?
উঃ- মৌলানা আবুল কালাম আজাদ।

6. "পথের দাবি" বইটি কার লেখা?
উঃ- শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়।

7. "In other rooms ,Other wonders" বইটির লেখক কে ?
উঃ- ড্যানিয়েল মইনুদ্দিন।

8. "বাবরনাম" বইটি কে লেখেন ?
উঃ- বাবর।

9. "বুদ্ধচরিত" গ্রন্থটি কে লিখেছেন ?
উঃ- অশ্বঘোষ।

10. "রামচরিত" কে রচনা করেন ?
উঃ- সন্ধ্যাকর নন্দী।

✱ General Knowledge - সাধারন জ্ঞান  অ্যাপ https://bit.ly/gkbangla

Post a Comment

0 Comments