গুরুত্বপূর্ণ শিশুশিক্ষা বিষয়ক অনেক প্রশ্ন পড়তে নিছে একটি PDF বই দেওয়া হল: Download
Child Development and Pedagogy MCQ PDF in Bengali
১. মনোবিদ্যার আদি পুরুষ কাকে বলা হয়?
উত্তর: অ্যারিস্টটলকে
২. শিক্ষার অধিকার আইন কত সালে চালু হয়?
উত্তর: ২০১০ সালের ১লা মে
৩. শিক্ষা আইন কবে প্রচলিত হয়?
উত্তর: ১৯০৪ সালে (লর্ড কার্জন পাস করেন)
৪. শিশুর দুটি মৌলিক প্রক্ষোভের নাম বলুন?
উত্তর: ভালবাসা, কান্না
৫. কোন দুটি শর্তের ওপর শিশুর বিকাশ নির্ভর করে?
উত্তর: বংশগতি ও পরিবেশ
৬. অভীক্ষা বলতে কি বোঝো?
উত্তর: বিভিন্ন ধরনের পরীক্ষার মাধ্যমে যাচাই করা
৭. ভাষা অভীক্ষা গঠনের নীতি গুলি কী কী?
উত্তর: প্রয়োজনীয়তা, উপযোগিতা, নিশ্চয়তা, যথার্থতা, নির্ভরযোগ্যতা
৮. শিখন সম্পদ কে কয়টি ভাগে ভাগ করা যায়?
উত্তর: দুইটি। গতানুগতিক ও প্রযুক্তিনর্ভর
৯. ভাষা পরীক্ষাগার প্রথম কোথায় স্থাপিত হয়?
উত্তর: ১৯০৮ সালে ফ্রান্সের গ্রেনোবল বিশ্ববিদ্যালয়ে
১০. আধুনিক শিক্ষাবিজ্ঞান তত্ত্বের প্রবক্তাগণ কে কে?
উত্তর: পিঁয়াজে, ভাইগটস্কি, ব্রুনার
১১. ভাষা শিক্ষণ দক্ষতা কয় প্রকার ও কী কী?
উত্তর: চার প্রকার। শ্রবন, পঠন, লিখন, কথন
১২. সাধারণভাবে পঠন কত প্রকার ও কী কী?
উত্তর: দুই প্রকার। সরব পাঠ ও নীরব পাঠ
১৩. শিখনের উপাদান হল?
উত্তর: মনোযোগ
১৪.সাইকোলজি শব্দটি কোন ভাষা থেকে সৃষ্টি হয়েছে?
উত্তর: গ্রিক
১৫. শিখনের প্রথম স্তরটি হল?
উত্তর: গ্রহন
১৬. "লক্ষ্য সামনে রেখে কাজ করাই বুদ্ধিমানের কাজ" -কার উক্তি?
উত্তর: জন ডিউই
১৭. বুনিয়াদি শিক্ষা কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: গান্ধীজী
১৮. NCTE এর পুরো নাম কি?
উত্তর: National Council for Teacher Education
১৯. প্রবন্ধ কথাটির অর্থ কী?
উত্তর: প্রকৃষ্ট বন্ধন
২০. গল্পের কয়টি অংশ ও কী কী?
উত্তর: ৩ টি অংশ। সূচনা, মূল অংশ, উপসংহার
ডাউনলোড করুন শিশু শিক্ষা বিষয়ক 100+ প্রশ্ন উত্তর সহ পিডিএফ বইটি: Download
2 Comments
Rpf janna kichhu prasna
ReplyDeleteKornatok, panjab er rajdani
ReplyDelete