Ticker

6/recent/ticker-posts

WBPSC Food SI General Studies মডেল প্রশ্নোত্তর PDF Set-3

PSC Food Si General knowledge question answe pdf bangla

ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু মডেল প্রশ্নোত্তর PDF

WBPSC Food Sub Inspector 2023 Question Answer  Set  in Bengali PDF

➲ Set 3

01. ভারতে প্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য কোনটি?
➥ অন্ধ্রপ্রদেশ

02. চারমিনার কোন শহরে অবস্থিত?
➥ হায়দ্রাবাদ

03. নিউজিল্যান্ডের রাজধানীর নাম কী?
➥ ওয়েলিংটন

04. পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি?
➥ পামির (তিব্বত)

05. বাস্তুবিদ্যা সংক্রান্ত বিদ্যাকে কী বলে?
➥ Ecology

06. ভারতে 26 জানুয়ারি কী পালিত হয়?
➥ প্রজাতন্ত্র দিবস

07. ফকেটিং কোন দেশের কেন্দ্রীয় আইনসভা?
➥ ডেনমার্ক

08. ইবন বতুতা কোন গ্রন্থটির রচয়িতা?
➥ কিতাব-উল- রাহেলা

09. কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
➥ অসম

10. ভূপৃষ্ঠের কত শতাংশ সমুদ্র দ্বারা আবৃত?
➥ 70%

11. মুসলিম লীগ কত সালে গঠন করা হয়?
➥ ১৯০৬ সালে

12. কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়?
➥ আমেদাবাদ

13. ভারতের প্রথম কোন বাঙালি নোবেল পুরস্কার পান?
➥ রবীন্দ্রনাথ ঠাকুর

14. ঝুমর কোন রাজ্যের লোকনৃত্য?
➥ হরিয়ানা

15. বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়?
➥ ২১ শে মার্চ

16. ভারতীয় সংবিধানের ১৫ (১)নং ধারায় কি বলা হয়েছে?
➥ শিক্ষাক্ষেত্রে নারীদের সমান অধিকার থাকবে

17. ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
➥ রাজা মোহন মোহন রায়

18. সিকিম কোন বছরে ভারতের অঙ্গরাজ্যে পরিনত হয়?
➥ 1975 সালে

19. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় অবস্থিত?
➥ সুন্দরবনে

20. হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
➥ বিম্বিসার

21. আবু হোসেন চিত্রটি কার আঁকা?
➥ রবীন্দ্রনাথ ঠাকুর

22. শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে?
➥ গুরু নানক

23. ভারতের বহুমুখী নদী পরিকল্পনা কোনটি?
➥ ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা

24. ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কী?
➥ সিয়াচেন

25. সূর্যের সবথেকে দূরবর্তী গ্রহ কোনটি?
➥ নেপচুন

26. ম্যাকমোহন লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত?
➥ ভারত ও চিন

27. ডিরোজিয়োর অনুগামীদের কী বলা হত?
➥ নব্যবঙ্গীয় গোষ্ঠী

28. "করেঙ্গে ইয়ে মরেঙ্গে" এই স্লোগানটি কোন বিখ্যাত ব্যক্তির?
➥ মহাত্মা গান্ধী

29. ফ্যারাড (F) কোন রাশির একক?
➥ ধারকত্ব

30. সেন্টিগ্রেড স্কেলে পরমশূন্য উষ্ণতার পাঠ কত?
➥ -273°

31. সর্পগন্ধা গাছের মূল থেকে কোন উপক্ষারটি পাওয়া যায়?
➥ রেসারপিন

32. কিসের অভাবের জন্য অ্যানিমিয়া হয়?
➥ আয়রন

33. 'ডিওডিনাম' মানবদেহের কোন অঙ্গের অংশবিশেষ?
➥ অন্ত্র

34. ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয়?
➥ অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স

35. রক্তে কত শতাংশ রক্তকনিকা থাকে?
➥ 45

36. কেটে যাওয়া দুধে কোন ধরনের অ্যাসিড থাকে?
➥ ল্যাকটিক অ্যাসিড

37. কোনটি কৃত্রিম রেশম নামে পরিচিত?
➥ রেয়ন

38. বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে অনুষ্ঠিত হয়?
➥ 5 জুন

39. কোন তাপমাত্রায় জল জমে বরফে পরিনত হয়?
➥ 0°C

40. Unicode-এ ক-টি bit ব্যবহার করা হয়?
➥ 16

41. ভারতের কোথায় প্রথম কম্পিউটারের ব্যবহার শুরু হয়?
➥ কলকাতা

42. কিসের জন্য সিলিকন ভ্যালি বিখ্যাত?
➥ কম্পিউটার সফটওয়্যার

43. প্রথম কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী?
➥ Fortran

44. ফুটবল খেলার মাঠে গোলপোস্ট দুটির মধ্যে দূরত্ব কত?
➥ 24 ফুট

45. অলিম্পিকের আসরে প্রথম হকি খেলা কোন সালে হয়?
➥ 1908

46. 'টি' কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত?
➥ গলফ

47. ওয়াটার পোলো-তে উভয়পক্ষে কতজন খেলোয়াড় থাকে?
➥ 7

48. ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO) এর সদর দফতর কোথায়?
➥ জেনিভা

49. বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয়?
➥ 16 অক্টোবর

50. IMF-এর আঞ্চলিক দফতর দুটি কোথায় অবস্থিত?
➥ প্যারিস ও জেনিভা


PDF File:
➲ Download করুন এই পোস্টটির PDF File: DOWNLOAD

WBPSC Food SI General Studies মডেল প্রশ্নোত্তর Set-1

WBPSC Food SI General Studies মডেল প্রশ্নোত্তর Set-2

WBPSC Food SI Mathematics Model Question Answer

WBPSC Food SI 2023 Syllabus in Bengali PDF


#ফুড সাব ইন্সপেক্টর ২০২৩, #food si 2023, #wbpsc 2023, #general knowledge, #pdf, #bangla gk, #food si pdf, #ssc, #tet, #wbp, #group d

➧ Download General Knowledge Mobile app: Click Here

Post a Comment

0 Comments