Ticker

6/recent/ticker-posts

ভৌতবিজ্ঞানের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন-উত্তর (SSC, PSC, RAIL, WBP, TET, GROUP D)

WEST BENGAL SSC PSC WBP TET RAIL GROUP D EXAM

1. রাশি কয় প্রকার - দুই প্রকার

2. স্কেলার রাশি কাকে বলে - যার মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই

3. আলোকবর্ষ কিসের একক - দূরত্বের

4. সময় পরিমাপের সর্বাধুনিক ঘড়ি কোনটি - সিজিয়াম ঘড়ি

5. পৃথিবীর কেন্দ্রে G এর মান কত - 0

6. কোন বস্তুর ওজন শূন্য হতে পারে - হ্যাঁ ওজন শূন্য হতে পারে কিন্তু ভর শূন্য হতে পারে না

7. আর্গ কি - আর্গ হল কাজের একক

8. ডায়নামো তে কোন শক্তির রূপান্তর হয় - যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে

9. আলোক তড়িৎ কোষ কোন শক্তির রূপান্তর করে - আলোক শক্তি থেকে তড়িৎ শক্তিতে

10. সাধারণভাবে পদার্থের কয়টি অবস্থা - চারটি অবস্থা (কঠিন, তরল,গ্যাসীয়, ও প্লাজমা অবস্থা)

11. কটি উদ্বায়ী পদার্থের নাম - কপূর,আয়োডিন, নিশাদল, ন্যাপথলিন

12. জল জমলে আয়তন কি হয় - আয়তন বাড়ে ঘনত্ব কমে

13. ভর পরিমাপ করা হয় কিসের সাহায্যে - সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে

14. ভার পরিমাপ করা হয় কিসের সাহায্যে - স্প্রিং তুলার সাহায্যে

15. ইউটেক্টিক উষ্ণতা কাকে বলে - যে উষ্ণতায় কোন দ্রবণ সমগ্রভাবে একসঙ্গে জমে কঠিনে পরিণত হয়

16. পেশার কুকার প্রস্তুতিতে কোন নীতি কাজে লাগানো হয় - তরলের উপর চাপ বাড়ালে তরলের স্ফুটনাংক বাড়ে এই নীতি কে

17. বরফ গলনের লীন তাপ কত - 80 ক্যালোরি/ গ্রাম

18. জলের বাষ্পীভবনের লীন তাপ কত - 537 ক্যালোরি/গ্রাম

19. দাঁড়িয়ে থাকা ট্রেন হঠাৎ চলতে আরম্ভ করল এবং ট্রেনের যাত্রী উল্টো দিকে ঝুকে বলল কিসের জন্য - স্থিতি জাড্য জন্য

 20. চলন্ত বাস ব্রেক কষলে বাসের যাত্রী সামনের দিকে ঝুকে যায় কি কারনে - গতিজাড্য জন্য

21. ভূমির সঙ্গে আনতভাবে ঢিল ছুড়লে তা যে পথে পুনরায় ভূমি স্পর্শ করে তা হল - অধিবৃত্তাকার পথে

22. CGS পদ্ধতিতে বলের একক কি - ডাইন

23. MKS পদ্ধতিতে বলের পরম একক কি - নিউটন

24. SI পদ্ধতিতে কার্যের ব্যবহারিক একক কি - জুল

25. CGS পদ্ধতিতে  কাজের একক কি - আর্গ

26. ক্ষমতার ব্যবহারিক একক কি - ওয়াট

27. প্রথম শ্রেণীর লিভার আলম বিন্দুর অবস্থান কোথায় আছে - ভার ও প্রযুক্ত বলের মাঝে

28. প্রথম শ্রেণীর লিভার যান্ত্রিক সুবিধা কত - 1 এর বেশি, 1 এর সমান ও 1 এর কম হয়

29. প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ - পেরেক তোলার শাবল,নলকূপের হাত্‌ল, তুলাযন্ত্, ঢেঁকি

30. তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কত - একের কম

31. দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ দাও - নৌকার দাঁড়, সুপারি কাটার জাতি, এক চাকার গাড়ি

32. দ্বিতীয় শ্রেণীর লিভার এর যান্ত্রিক সুবিধা কত - একের বেশি

33. তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ দাও - চিমটা, মাল তোলার ক্রেন, মুখের চোয়াল,পাউরুটি কাটার ছুরি, মাছ ধরার ছিপ, মানুষের হাত।

34. টিউবওয়েলের হাতল কোন শ্রেণীর লিভার - প্রথম শ্রেণীর

35. নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভার - দ্বিতীয় শ্রেণীর

36. মানুষের হাত কোন শ্রেণীর লিভার - তৃতীয় শ্রেণীর

37. কোন উষ্ণতায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের পাঠ সমান হয় = -40 ডিগ্রি

38. সেন্টিগ্রেড স্কেলে পরম শূন্য উষ্ণতার পাঠ কত = -273 ডিগ্রী

39. ফারেনহাইট স্কেলে পরমশূন্য উষ্ণতার মান কত = -452 ডিগ্রি

40. অপটিক্যাল ফাইবারে মূলত আলোর কোন ধর্ম কে কাজে লাগানো হয় - অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

41. গোধূলির কারণ কি - বিক্ষেপণ

42. মরুভূমির মরীচিকা কি কারনে হয় - অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

43. জলে আংশিক ডোবানো সোজা দেখায় কেন দন্ড কে বাঁকা দেখায় কেন - প্রতিসরণের জন্য

44. একটি কাচের বল কে গ্লিসারিনের রাখলে দেখা যায় না কেন - গ্লিসারিনের কাজ কাজ ও গ্লিসারিন এর প্রতিসরণ প্রতিসরাঙ্ক সমান এর জন্য।

45. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে - 500 সেকেন্ড

46. পৃথিবী থেকে দেখা যায় এমন একটি উজ্জ্বল নক্ষত্র কোনটি (সূর্য বাদে) - সাইরাস

47. অভিসারী লেন্স কি প্রকৃতির এটি একটি - উত্তল লেন্স

48. কোন বর্ণের আলো প্রিজমের মধ্য দিয়ে যাবার ফলে সবচেয়ে কম বিচ্যুত হয় - লাল হলো

49. কোন বর্ণের আলো প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় সবচেয়ে বেশি বিচ্যুত হয় - বেগুনি আলো

50. প্রাথমিক  বর্ণের নাম লেখ - সবুজ, নীল, লাল।

51. লাল আলোতে আলোকিত সবুজ পাতাকে কিরূপ দেখাবে - কালো

52. উদীয়মান সূর্য কে লাল দেখায় কেন - বিক্ষেপণের জন্য

53. বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন - লাল আলোর বিক্ষেপণ কম

54. হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কোনটি - নিল

55. একটি অধাতু পরিবাহীর নাম কি - গ্রাফাইট

56. ইলেকট্রন কে আবিষ্কার করে - থমসন

57. প্রোটন কে আবিস্কার করে - রাদারফোর্ড

58. নিউটন কে আবিষ্কার করে - স্যাডউইক

59. প্রোটন কি ধরনের কণা - পজেটিভ বা ধনাত্মক

60. ইলেকট্রন কি ধরনের কণা - নেগেটিভ বা ঋণাত্মক

61. নিউটন কি ধরনের করা - নিস্তড়িত

62. মৌলের পারমাণবিক সংখ্যা বলতে কী বোঝো - নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা

63. পরমাণুর ভর সংখ্যা বলতে কী বোঝো - প্রোটন সংখ্যা  যোগ নিউটন সংখ্যা

64. সমান পরমাণু ক্রমাঙ্ক কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাকে বলা হয় - আইসোটোপ

65. সমান ভর সংখ্যা কিন্তু পরমাণু ক্রমাঙ্ক ভিন্ন তাকে কি বলে - আইসোবার

66. সমান নিউটন সংখ্যা কিন্তু ভিন্ন পরমাণু ক্রমাঙ্ক এমন পরমাণু কে বলা হয় - আইসোটোন

67. দুই  ভর সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেন পরমাণু কে কি বলে - ডয়টেরিয়াম

69. কার্বনের পরমাণু ক্রমাঙ্ক - 6

70. ধনাত্মক তড়িৎ গ্রস্ত আয়ন কে বলে - ক্যাটায়ন

71. ঋণাত্মক তড়িৎ আধান কাকে বলে - অ্যানায়ন

72. অ্যাভোগাড্রো সংখ্যার মান হল - 6.023*10^23

73. প্রমাণ উষ্ণতা ও চাপে 1 গ্রাম অনু যুক্ত সকল গ্যাসের আয়তন - 22.4 লিটার।

74. শব্দোত্তর শব্দের কম্পাঙ্ক 20000 হার্জ এর বেশি।

75. শব্দতর  শব্দের কম্পাঙ্ক - 20  হার্জ এর কম।

Post a Comment

0 Comments