Ticker

6/recent/ticker-posts

খুব গুরুত্বপূর্ণ কিছু সাধারন জ্ঞান প্রশ্নোত্তর - General Knowledge Bengali


01. মানব দেহের কোন কোষগুলিকে “মানবদেহের সৈনিক” বলা হয়?

➟ শ্বেত রক্ত ​​কণিকা


02. ‘মাইন্ড মাস্টার (Mind Master)’ নামক আত্মজীবনীটি কার?

➟ বিশ্বনাথন আনন্দ


03. অ্যাপল ইনকর্পোরেটেড কোম্পনি (Apple Inc.) এর প্রতিষ্ঠাতা কে?

➟ স্টিভ জবস, স্টিভ ওয়াজনিয়াক এবং রোনাল্ড ওয়েন


04. ফেসবুকের প্রতিষ্ঠাতা কে?

➟ মার্ক জুকারবার্গ


05. ২০১৯ সালের মিস ওয়ার্ল্ড এর শিরোপা জিতেছেন কে?

➟ টনি-আন সিং


06. ২০১৯ সালের মিস ইউনিভার্স এর শিরোপা জিতেছেন কে?

➟ জোজিবিনি তুনজি


07. ২০১৯ সালের ফেমিনা মিস ইন্ডিয়া এর শিরোপা জিতেছেন কে?

➟ সুমন রাও


08. বিশ্বের প্রথম বাষ্পচালিত ইঞ্জিনটি আবিষ্কার করেছিলেন?

➟ জেমস ওয়াট


09. ক্যালসিয়ামের কোন লবনটিকে প্লাস্টার অফ প্যারিস বলা হয়?

➟ ক্যালসিয়াম সালফেট


10. বার্ড ফ্লু ভাইরাসটি হলো -

➟ H5N1


11. আঙুরে কোন অ্যাসিড থাকে?

➟ টারটারিক অ্যাসিড


12. “কিং লিয়ার” নামক ট্র্যাজেডি উপন্যাসটি  কে লিখেছেন?

➟ উইলিয়াম শেক্সপিয়ার


13. “শাশ্বত ভারত (Eternal India )” নামক জনপ্রিয় বইটি কে লিখেছেন?

➟ ইন্দিরা গান্ধী


14. ভারতীয় সংবিধানে, অবশিষ্ট ক্ষমতা (Residual Power ) -এর  ধারণাটি কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে?

➟ কানাডিয়ান


15. পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের  মধ্যে হয়েছিল?

➟ আহমদ শাহ আবদালি ও মারাঠা

 

16. ভারতের প্রথম সফল পারমাণবিক বোমা পরীক্ষা “স্মাইলিং বুদ্ধ” কোন বছর পরিচালিত হয়েছিল?

➟ ১৯৭৪


17. ভারতের সংবিধানে “রাজ্যগুলির মধ্যে এবং দেশের মধ্যে মুক্ত বাণিজ্য” এর ধারণাটি কোন দেশের কাছ থেকে নেওয়া হয়েছে?

➟ অস্ট্রেলিয়া


18. চম্বল নদীটির উৎপত্তি কোন রাজ্যে?

➟ মধ্য প্রদেশ


19. পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করেন কে?

➟ জাহাঙ্গীর


20. RAW  (Research and Analysis Wing) কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল?

➟ ১৯৬৮


21. স্ত্রী অ্যানোফিলিস মশা কোন রোগের  প্রধান বাহক?

➟ ম্যালেরিয়া 


22. ইনফোসিস কে প্রতিষ্ঠিত করেছিলেন?

➟ এন আর নারায়ণ মূর্তি

Post a Comment

0 Comments