✪ SET 1
1. এশিয়ার সবথেকে স্বচ্ছ গ্রাম? মাওলিনং,মেঘালয়
2. আন্টার্কটিকা অভিযানে ভারতের প্রথম বৈজ্ঞানিক দলের নেতৃত্বে কে ছিলেন? সৈয়দ জহুর কাশিম
3. জ্যামিতির জনক কে? ইউক্লিড
4. lux কিসের একক? ঔজ্বল্যের তীব্রতা
5. কিম ক্যাম্পবেল কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী? কানাডা
6. পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়ার নাম কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? বাঁশি
7. যামিনী রায় কি কারনে বিখ্যাত? চিত্রকর
8. কোন ভারতীয় মহিলা অংকে কম্পিউটারকে হার মানিয়েছেন? শকুন্তলা দেবী
9. রেডিওয় এ.ম.(AM) বলতে কি বোঝায়? Amplitude Modulation
10. গুরু কেলুচরন মহাপাত্র কোন ধরনের নৃত্যশৈলীর সঙ্গে জড়িত ছিলেন? ওডিসি নৃত্য
11. দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত জার্মান এনিগমা কোড ভাঙার পিছনে কার মুখ্য ভুমিকা মুখ্য ছিল? আলান টুরিং
12. Full form of HTML? Hypertext Markup Language
13. বিদ্যুৎ পরিবহনে সাবস্টেশন ও মিনিসাবস্টেশনে থাকা প্রধান যন্ত্রটি কি? ট্রান্সফরমার
14. কাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জনক বলা হয়? অ্যালান টুরিং
✪ SET 2
1. ইয়াহুর প্রতিষ্ঠাতা কে? ডেভিড ফিলো ও জেরি ইয়াং
2. সিকিমের প্রধান নদী কোনটি? তিস্তা
3. ভারতের প্রথম মুদ্রা চালু হয় কার রাজত্বকালে? শেরশাহ সুরী
4. পৃথিবীর সবচেয়ে বৃহৎ গ্রন্থাগার কোথায় অবস্থিত? লাইব্রেরী অফ কংগ্রেস ,ওয়াশিংটন ডিসি
5. প্রথম কোন ভারতীয় মহিলা পদ্মশ্রী পেয়েছেন? নার্গিস দত্ত
6. বোরলগ পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট? কৃষি বিজ্ঞান
7. "My music my life" কে লিখেছেন? পণ্ডিত রবিশঙ্কর
8. রিও অলিম্পিকে সবচেয়ে বেশি পদক জিতেছে কোন দেশ? আমেরিকা
9. সংসদের অধিবেশনে জিরো আওয়ার কখন শুরু হয়? অধিবেশনের শুরুতে
10. ভারতের সবচেয়ে প্রাচীন টাকশালটি কোথায় অবস্থিত? নাসিক
11. ভারতের কোন রাজ্যে অরণ্যনাঞ্চল সবচেয়ে বেশি? মধ্য প্রদেশ
12. ভারতের একমাত্র কোন রাজ্যে জাফরান চাষ হয়? জম্মু ও কাশ্মীর
13. পাক্কে টাইগার রিজার্ভ 2016 ইন্ডিয়া বায়োডাইভার্সিটি পুরস্কার পায়,এটি কোন রাজ্যে? অরুণাচল প্রদেশ
0 Comments