Ticker

6/recent/ticker-posts

ধাতু, অধাতু ও ধাতুকল্প সম্পর্কীয় বিজ্ঞান বিষয়ক প্রশ্নোত্তর

জেনারেল নলেজ, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিজ্ঞান প্রশ্ন

ধাতু, সংকর ধাতু, অধাতু, ধাতুকল্প ইত্যাদি বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু তথ্য | Metal, Alloys and Metalloid etc. related General Science Question Answer PDF in Bengali

তরল ধাতু ➝ পারদ

তরল অধাতু ➝ ব্রোমিন

সবচেয়ে ভারী অধাতু ➝ আয়োডিন

সবচেয়ে হালকা ধাতু ➝ লিথিয়াম

চকচকে অধাতু ➝ আয়োডিন, হীরক (কার্বনের রূপভেদ)

নরম ধাতু ➝ সোডিয়াম, লিথিয়াম

সবচেয়ে কঠিন মৌল ➝ হিরে (কার্বনের রূপভেদ)

সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল ➝ সিজিয়াম

সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল ➝ ফ্লুরিন

সবচেয়ে ভারী ধাতু ➝ অসমিয়াম

জলের চেয়ে হালকা ধাতু ➝ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম

তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস ➝ রেডন

ধাতুকল্প ➝ অ্যান্টিমণি, আর্সেনিক

সবচেয়ে বেশি গলনাঙ্কের ধাতু ➝ টাংস্টেন

ক্ষার ধাতু ➝ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম

ক্ষারকীয় মৃত্তিকা ধাতু ➝ বেরিলিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম

বর ধাতু ➝ সোনা, রুপো, প্লাটিনাম

হ্যালোজেন ➝ ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন

চ্যালকোজেন ➝ অক্সিজেন, সালফার

মুদ্রা ধাতু ➝ তামা

তড়িৎ পরিবাহী অধাতু ➝ গ্রাফাইট, গ্যাস কার্বন (দুটিই কার্বনের রূপভেদ)

তড়িৎ ধনাত্মক অধাতু ➝ হাইড্রোজেন

সবচেয়ে তড়িৎ সুপরিবাহী ধাতু (বা মৌল) ➝ রুপো

নিকোটোজেন মৌল ➝ নাইট্রোজেন, ফসফরাস

সবচেয়ে হালকা মৌল ➝ হাইড্রোজেন

অর্ধপরিবাহী মৌল ➝ সিলিকন , জার্মেনিয়াম

ধাতব আম্লিক অক্সাইড ➝ Mn2O7, CrO3

অধাতব প্রশম অক্সাইড ➝ H2O, N2O, CO

তাপের সুপরিবাহী অধাতু ➝ হিরে, গ্রাফাইট (দুটিই কার্বনের রূপভেদ)

তাপের সর্বাপেক্ষা সুপরিবাহী ধাতু (বা মৌল) ➝ তামা


➥ এই পোষ্টটির PDF File ডাউনলোড করুন: DOWNLOAD


#general knowledge #gk bengali #general science #bangla gk #pdf

Post a Comment

1 Comments