1) ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক কোনটি?
উত্তর: State Bank Of India.
2) ভারতের বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক কোনটি?
উত্তর: ICICI Bank Of India.
3) "Big Push Theory" র স্রষ্টা?
উত্তর: আর রোডান।
4) Per Capita Income-এ ভারতের কোন রাজ্য প্রথম?
উত্তর: গোয়া।
5) Hot Money কি বোঝাতে ব্যাবহার হয়?
উত্তর: Money which comes easily goes easily.
6) ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অর্গানাইজেশন (NSSO) এর হেডকোয়ার্টার কোথায়?
উত্তর: কলকাতা 1950।
7) FATHER OF Economics?
উত্তর: Adam Smith.
8) WTO এর হেডকোয়ার্টার কোথায়?
উত্তর: জেনেভা।
9) WTO এর পুরোনো নাম কী?
উত্তর: GATT (GENERAL AGREEMENT OF TRAFFICS AND TRADE). 1995 সালে নাম পাল্টায়।
10) আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে?
উত্তর: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
11) সাম্প্রতিক কালে ডলারের অঙ্কে ভারতীয় টাকার মূল্যবৃদ্ধির ফলে কোন শিল্প সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে?
উত্তর: আই টি।
12) মুদ্রাস্ফীতি কি কারণে হয়?
উত্তর: ভোগ্যপণ্যের মূল্য বেশি হলে/অর্থের সরবরাহ বৃদ্ধি ও উৎপাদন হ্রাস।
13) ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডারে আর্থিক মূল্যের পরিমানে বৃহত্তম অবদান আসে?
উত্তর: রত্ন ও অলংকারাদি থেকে।
14) ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা হয়েছিল তা কোথায় আবিষ্কৃত হয়েছিল?
উত্তর: সারনাথ।
15) ভারতে আমূল অর্থনৈতিক সংস্কার ও উদারনীতি চালু হয়েছিল?
উত্তর: 1991 সালে।
16) কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে মেয়াদ পূর্তির এক বছর আগেই স্থগিত করে দেওয়া হয়েছিল? উত্তর: পঞ্চম পরিকল্পনা।
17) Debit, Credit এই শব্দ গুলি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে?
উত্তর: ল্যাটিন।
18) 'Planned Economy for India' বইয়ের লেখক?
উত্তর: M Vishveshwar.
19) ২০১১ সালের জনগণনা অনুযায়ী সর্বনিম্ন জনসংখ্যা কোন রাজ্যে?
উত্তর: সিকিম।
20) RBI এর প্রতীকে কোন প্রাণীর স্কেচ ব্যাবহার করা হয়েছে?
উত্তর: বাঘ যা পূর্বে সিংহের স্কেচ ছিলো।
0 Comments