প্রশ্ন:- বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী ?
উত্তর:- বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক (বিনয় পিটক, সুত্ত পিটক, অভিধর্ম পিটক)।
প্রশ্ন:- বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা ?
উত্তর:- বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক পালি ভাষায় লেখা।
প্রশ্ন:- জাতক কী ?
উত্তর:- বৌদ্ধ সাহিত্যের একটি বিশিষ্ট গ্রন্থ, এতে গৌতম বুদ্ধের পূর্ব জন্মের কাহিনী লিপিবদ্ধ রয়েছে।
প্রশ্ন:- অষ্টাঙ্গিক মার্গের অপর নাম কী ?
উত্তর:- অষ্টাঙ্গিক মার্গের অপর নাম মঝঝিম বা মধ্যপন্থা।
প্রশ্ন:- হরপ্পা সভ্যতার সঙ্গে বৈদিক সভ্যতার প্রধান পার্থক্য কী ?
উত্তর:- হরপ্পা সভ্যতা প্রধানত নগরকেন্দ্রিক ও বৈদিক সভ্যতা প্রধানত গ্রামকেন্দ্রিক।
প্রশ্ন:- প্রথম বৌদ্ধমহাসভা কোথায় আহুত হয় ?
উত্তর:- অজাতশত্রুর রাজত্বকালে রাজগৃহে প্রথম বৌদ্ধমহাসভা আহুত হয়।
প্রশ্ন:- দ্বিতীয় বৌদ্ধমহাসভা কোথায় আহুত হয় ?
উত্তর:- কালাশোকের রাজত্বকালে বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধমহাসভা আহুত হয়।
প্রশ্ন:- তৃতীয় বৌদ্ধমহাসভা কোথায় আহুত হয় ?
উত্তর:- অশোকের রাজত্বকালে পাটালিপুত্রে তৃতীয় বৌদ্ধমহাসভা আহুত হয়।
প্রশ্ন:- বৌদ্ধধর্মে জাগতিক কামনা-বাসনার অবসানের জন্য কোন পথের সন্ধান দেওয়া হয়েছে ?
উত্তর:- বৌদ্ধধর্মে জাগতিক কামনা-বাসনার অবসানের জন্য অষ্টাঙ্গিক মার্গের কথা বলা হয়েছে।
উত্তর:- বৌদ্ধধর্মে জাগতিক কামনা-বাসনার অবসানের জন্য অষ্টাঙ্গিক মার্গের কথা বলা হয়েছে।
প্রশ্ন:- কৈবল্যের অর্থ কী ?
উত্তর:- কৈবল্যের অর্থ হল পরম বা বিশুদ্ধ জ্ঞান, যা লাভ করলে সুখ-দুঃখ ও পঞ্চরিপুকে জয় করা যায়।
প্রশ্ন:- আর্যসত্য সম্বন্ধে কে বলেছিলেন ?
উত্তর:-বুদ্ধদেব আর্যসত্য সম্বন্ধে বলেছিলেন।
প্রশ্ন:- জৈন ধর্মের মূলনীতি কী ?
উত্তর:- জৈন ধর্মের মূলনীতি হল অহিংসা।
প্রশ্ন:- প্রথম জৈন গ্রন্থের নাম কী ?
উত্তর:- প্রথম জৈন গ্রন্থের নাম কল্পসূত্র।
প্রশ্ন:- জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী ?
উত্তর:- জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম দ্বাদশ অঙ্গ।
প্রশ্ন:- প্রথম জৈন গ্রন্থ কল্পসূত্র কে রচনা করেন ?
উত্তর:- প্রথম জৈন গ্রন্থ কল্পসূত্র রচনা করেন জৈন শ্রমন ভদ্রবাহু।
প্রশ্ন:- তীর্থঙ্কর শব্দের অর্থ কী ?
উত্তর:- জৈনদের প্রধান ধর্মগুরুর নাম তীর্থঙ্কর।
প্রশ্ন:- পার্শ্বনাথ কে ছিলেন ?
উত্তর:- পার্শ্বনাথ ছিলেন জৈনদের তেইশতম তীর্থঙ্কর।
প্রশ্ন:- সর্বপ্রথম তীর্থঙ্করের নাম কী ?
উত্তর:- সর্বপ্রথম তীর্থঙ্করের নাম ঋষভদেব বা আদিনাথ।
প্রশ্ন:- জৈনদের শেষ তীর্থঙ্করের নাম কী ?
উত্তর:- জৈনদের শেষ তীর্থঙ্করের নাম মহাবীর (চব্বিশতম তীর্থঙ্কর)।
প্রশ্ন:- জৈন ধর্মের উৎপত্তির সময় কাল থেকে মহাবীর পর্যন্ত কতজন তীর্থঙ্কর ছিলেন ?
উত্তর:- জৈন ধর্মের উৎপত্তির সময় কাল থেকে মহাবীর পর্যন্ত সর্বমোট চব্বিশ জন তীর্থঙ্কর ছিলেন।
প্রশ্ন:- পার্শ্বনাথ প্রচারিত চতুর্যামের সাথে মহাবীর কোন নতুন আদর্শ যোগ করেন ?
উত্তর:- পার্শ্বনাথ প্রচারিত চতুর্যামের সাথে মহাবীর অন্যতম আদর্শ হিসাবে সূচিতা বা ব্রহ্মচর্য আদর্শ যোগ করেন।
প্রশ্ন:- জৈনদের দুটি প্রধান সম্প্রদায়ের নাম কী ?
উত্তর:- জৈনদের দুটি প্রধান সম্প্রদায়ের নাম শ্বেতাম্বর ও দিগম্বর।
প্রশ্ন:- নিগম কথার অর্থ কী ?
উত্তর:- নিগম কথার অর্থ বণিকসংঘ।
প্রশ্ন:- পূর্ব ভারতের কোন শহর দীর্ঘদিন মগধের রাজধানী ছিল ?
উত্তর:- পূর্ব ভারতের রাজগৃহ শহর দীর্ঘদিন মগধের রাজধানী ছিল।
প্রশ্ন:- বুদ্ধের সমসাময়িক মগধের রাজা কে ছিলেন ?
উত্তর:- হর্ষঙ্ক বংশের রাজা বিম্বিসার বুদ্ধদেবের সমসাময়িক মগধের রাজা ছিলেন।
প্রশ্ন:- বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন ?
উত্তর:- বিম্বিসার মগধের হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন।
প্রশ্ন:- মগধের কোন রাজা সর্ব প্রথম দক্ষিণ ভারতের বিস্তৃত অংশ জয় করেন ?
উত্তর:- মগধের রাজা চন্দ্রগুপ্ত মৌর্য সর্ব প্রথম দক্ষিণ ভারতের বিস্তৃত অংশ জয় করেন।
প্রশ্ন:- অশোক কবে সিংহাসনে বসেন ?
উত্তর:- অশোক খ্রিষ্টপূর্ব ২৭৩অব্দে সিংহাসনে বসেন।
প্রশ্ন:- আলেকজান্ডার কোন দেশের রাজা ছিলেন ?
উত্তর:- আলেকজান্ডার ইউরোপ মহাদেশের গ্রিসের ম্যাসিডোনিয়ার রাজা ছিলেন।
পোষ্টিকে Facebook বা Whatsapp-এ শেয়ার করুন।
0 Comments