Ticker

6/recent/ticker-posts

সাধারন জ্ঞান সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। Part 3


66. ‘ব্যবহারিক’ ভূগোল শব্দের প্রবক্তা কে ?
উঃ) এ.জে.হার্বার্টসন I


67. ব্যবহারিক ভূগোলে ‘মেগাজিওগ্রাফিক্যাল’ শব্দ কে ব্যবহার করেন ?
উঃ) পিটার নংস I


68. ভারতে ব্যবহারিক ভূগোলের শুভারম্ভ কোন সালে হয় ?
উঃ) 1951 এর পর I


69. WGS এর সম্পূর্ণ নাম কি ?
উঃ) World Geographic Society


70. GIS এর জন্য বর্তমানে অত্যন্ত জনপ্রিয় সফটওয়্যারটির নাম কি ?
উঃ) Arc View Software


71. আধুনিক GIS এর সূত্রপাত কবে ঘটে ?
উঃ) 1964 সালে কানাডায় I


72. Arc/info সফটওয়্যার এর প্রস্তুতকারক সংস্থার নাম কি ?
উঃ) ESRI .


73. Resolution কয় প্রকারের হয় ?
উঃ) চার প্রকারের I


74. LANDSAT 1,2,3 এর Temporal Resolution এর সময়সীমা কত ?
উঃ) 18 দিন I


75. ভারতে মিথ্যা রং হিসেবে বসতিকে কি রঙে দেখানো হয় ?
উঃ) Greenish Blue রঙে I


76. রাষ্টার ডাটার মৌলিক উপাদানের নাম কি ?
উঃ) পিক্সেল I


77. ভারত কবে IRS কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে ?
উঃ) 1988 সালে I


78. উপগ্রহ থেকে প্রাপ্ত আকাশচিত্রের ত্রিমাত্রিক ব্যখ্যা করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উঃ) স্টিরিও স্কোপ I


79. GDES কোন দেশের কৃত্রিম উপগ্রহ ?
উঃ) ইউ এস এ I


80. সানসিনক্রোনাস উপগ্রহ কোন অঞ্চল বরাবর আবর্তিত হয় ?
উঃ) মেরু অঞ্চল বরাবর I


81. Natural Milieux ধারণার প্রবর্তক কে ?
উঃ) ভিদাল দ্যা লা ব্লাশ I


82. নব নিয়ন্ত্রণবাদের প্রবক্তা কে ?
উঃ) গ্রিফিথ টেলর I


83. নিয়ন্ত্রণবাদের সম্পূর্ণ বিপরীত ভৌগোলিক তাত্বিক পদ্ধতি কোন টি ?
উঃ) সম্ভাবনাবাদ I


84. মাত্রিক বিপ্লবের সূচনা পর্ব কোন দশক ?
উঃ) 1950-60 এর দশক I


85. অভিজ্ঞতাবাদের প্রধান প্রবক্তা কে ?
উঃ) জন লক I


86. লেবেনস্ রাউম তত্বের প্রবক্তা কে ?
উঃ) র‌্যাটজেল I


87. ভূগোলে প্রণালীবদ্ধতা কয় প্রকার ?
উঃ) দুই প্রকার I


88. দৈশিক স্বাতন্ত্র্যবাদের অর্থ কি ?

উঃ) দেশ হল বিশেষ নিয়ন্ত্রণকারী সম্পন্ন স্বাধীন এক পৃথক বিষয় I

89. ডেভিড হার্ভে তার কোন গ্রন্থে ‘সামন্ধীক দেশ’ এর ধারণা দেন ?
উঃ) ‘Social Justice and The City’ নামক গ্রন্থে (1973) I


90. এক বা একাধিক সম ধর্মী বৈশিষ্ট সম্পন্ন দৈশিক একক কে কি বলে ?
উঃ) অঞ্চল I


91. গোর্খাল্যান্ড আন্দোলন ভূগোলের দৃষ্টিতে কোন বোধের ভিত্তিতে সংগঠিত ?
উঃ) আঞ্চলিকতা বোধ I


92. জাতীয়তাবাদের ক্ষুদ্র সংস্করণ কি ?
উঃ) আঞ্চলিকতবাদ I


93. কালিক ভূগোলের প্রবক্তা কে ?
উঃ) হ্যাগার স্ট্রেণ্ড I


94. মূলক ভূগোলের উত্তোরক কোন মার্কসীয় দার্শনিক পরিচিত ?
উঃ) ডেভিড হার্ভে I


95. কোন দশকে নারীবাদ ভূগোলের পটভূমি তৈরী হয় ?
উঃ) 1970 দশকের মাঝামাঝি I


96. নৃতাত্ত্বিক ক্লদ-লেভিস্ট্রাউস ভূগোলের কোন মতবাদের সঙ্গে যুক্ত ?
উঃ) ভূগোলের গঠণবাদ I


97. ‘A Geographical Introduction to History'(1924) গ্রন্থের রচয়িতা কে ?
উঃ) লুসিয়েন ফেবর I


98. কোন দেশ ভূগোলের ধ্রুপদী পর্যায়ের আঁতুড় ঘর ?
উঃ) জার্মানী I


99. ভূগোলের ধ্রুপদী পর্যায়ের অবসানের সূচনা হয় কবে ?
উঃ) 1859 সালে I


100. জিওক্র্যাটিক মতবাদের মূল বক্তব্য কি ?
উঃ) মানুষ সম্পূর্ণভাবে প্রকৃতিদ্বারা নিয়ন্ত্রিত I



এই পোষ্টিকে বন্ধুদের অবশ্যই শেয়ার করুন Whatsapp বা Facebook-এ।

Post a Comment

0 Comments