১)হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে যুক্ত?
উঃ লোথাল
২)সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল?
উঃ লোথাল
৩)প্রাচীনতম বেদ কোনটি ?
উঃ ঋগবেদ
৪) বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে?
উঃ মহেঞ্জোদারো
৫)ভারতের কোথায় আর্যরা প্রথম কোথায় চিরস্থায়ী বসতি স্থাপন করেছিল?
উঃ সিন্ধু
৬) কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়?
উঃ ঋগবেদ
৭) হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত?
উঃ সুমের
৮)সিন্ধুবাসীর কোন ধাতু অজানা ছিল?
উঃ লোহা
৯)সিন্ধু সভ্যতাকে কি বলা হয় ?
উঃ শহরভিত্তিক
১০) চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন?
উঃ বিন্দুসার
0 Comments