Ticker

6/recent/ticker-posts

বিজ্ঞানের কয়েকটি প্রশ্ন উত্তর || 20.11.2018

প্রশ্ন : সিনেমাস্কোপ প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
উত্তর :অবতল।

প্রশ্ন :কোন বিজ্ঞানী দ্বিপদ নামকরণের প্রচলন করেন?
উত্তর :ক্যারোলাস লিনিয়াস।

প্রশ্ন :পূর্ণাঙ্গ রেশম মথকে কী বলে?
উত্তর :ইমাগো।

প্রশ্ন :টারমিনাল কী?
উত্তর :গ্রহণ ও নির্গমন ক্ষমতাবিশিষ্ট যন্ত্রকে সাধারণত কম্পিউটার টারমিনাল বলে।

প্রশ্ন :ডট ম্যাট্রিক্স প্রিন্টার কী?
উত্তর :এটি এক ধরনের ধাক্কা প্রিন্টার।

প্রশ্ন :ডিস্ক ড্রাইভ কী?
উত্তর :ডিস্ক ব্যবহারের জন্য ডিস্ক ড্রাইভ প্রয়োগ করা হয়।

প্রশ্ন : জলের ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা কত?
উত্তর : ৪ ডিগ্রি সেন্ট্রিগ্রেড।

প্রশ্ন : তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে?
উত্তর : অ্যামপ্লিফায়ার।

প্রশ্ন :ডায়নামো আবিষ্কার করেনকে?
উত্তর :মাইকেল ফ্যারাডে।

প্রশ্ন :শোলা জলে ভাসার কারণ কী?
উত্তর :শোলার ঘনত্ব জল অপেক্ষা কম।

প্রশ্ন :কোন কাপড়ে তাড়াতাড়ি ময়লা বসে না?
উত্তর :রেশমি।

প্রশ্ন :মানবদেহে অ্যান্টিবডির কাজ কী?
উত্তর :রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি।

প্রশ্ন :খাদ্য উপাদানের চাহিদা কিসের ওপর নির্ভর করে?
উত্তর :বয়স ও শ্রম।

প্রশ্ন :মায়ের দুধে কোন খাদ্য উপাদান নেই?
উত্তর :লৌহ।

প্রশ্ন :মানুষের হাড় শক্ত করার জন্য প্রয়োজন কী?
উত্তর :ভিটামিন ‘ডি’।

প্রশ্ন :মাইক্রোপ্রসেসর কী?
উত্তর :এটি একটি ছোট যন্ত্র, যা অন্যান্য যন্ত্রপাতিকে নিয়ন্ত্রণ করে।

প্রশ্ন :মলিকিউলার স্কেল কম্পিউটারের কী নাম দেওয়া হয়েছে?
উত্তর :ন্যানো কম্পিউটার।

প্রশ্ন :রেফ্রিজারেটরের হিমায়ক পদার্থ হিসেবে ব্যবহৃত হয় কী?
উত্তর :ফ্রেয়ন।

প্রশ্ন :কোনটি কম্পিউটারের সব কার্যক্রম নিয়ন্ত্রণ করে?
উত্তর :সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।

প্রশ্ন :কোন কোম্পানি ১৯৮৪ সালে প্রিন্টার লেসার জেট উদ্ভাবন করে?
উত্তর :হিউলেট প্যাকার্ড।

প্রশ্ন :কচু শাক খেলে গলা চুলকায় কেন?
উত্তর :ক্যালসিয়াম অক্সালেট থাকায়।

প্রশ্ন :কম্পিউটারে যে সিলিকন চিপ ব্যবহার করা হয় তা কী দিয়ে তৈরি?
উত্তর :সাধারণ বালু।

প্রশ্ন : তরল পদার্থে তাপ পরিবাহিত হয় কীভাবে?
উত্তর :পরিচলন পদ্ধতিতে।

প্রশ্ন : একখণ্ড বরফকে গলিয়ে জলে পরিণত করলে এর আয়তন কী হবে?
উত্তর :কমবে।

প্রশ্ন :কম্পিউটারে ভ্রম শূন্যতার কারণ কী?
উত্তর :ইলেকট্রনিক বর্তনীর অধিকতর নির্ভরশীলতা।

প্রশ্ন :রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় কোথায়?
উত্তর :পিত্তপাথর গলাতে।

প্রশ্ন :ওয়ার্ড প্রসেসিং সিস্টেমের কোন বিষয়কে হার্ট বলা হয়?
উত্তর :সফটওয়্যার।

Post a Comment

1 Comments