* বন সংরক্ষণ আইন প্রস্তাবিত হয়- ১৯৮০ সালে।
* ১৯৭৫ সালে- আনর্জাতিক স্তরে পরিবেশ শিক্ষার কর্মসূচি আরাম্ভ হয়।
* ১৯৭৩ সালে চিপকো আন্দোলন শুরু হয়।
* টুবিলিসিতে- পরিবেশ শিক্ষার উপর প্রথম আন্তর্জাতিক সম্মেলন হয়।
* সুন্দরলাল বহুগুনার- নেতৃত্বে চিপকো আন্দোলন শক্তিশালী হয়।
* চিপকো কথাটির অর্থ হল- জড়িয়ে ধরা।
* চিপকো আন্দোলন হয়- গাছ কাটার বিরুদ্ধে।
* ভারতের মানব অধিকার সুরক্ষিত আইন সংসদে গৃহীত হয়- ১৯৯৪ সালে।
* নাগারণ্য অবস্থিত- কর্ণাটকে।
* সাহারা মরুভূমি- আফ্রিকায় অবস্থিত।
* পশ্চিমবঙ্গে পক্ষী অভয়ারণ্য অবস্থিত- রায়গঞ্জে।
* পশ্চিমবঙ্গের 'রাজ্যপ্রাণী' হল- মেছো বিড়াল।
* হলং নদী দেখা যায়- জলদাপাড়ায়।
* অরুণাচল রাজ্যে অবস্থিত জীবমন্ডল সংরক্ষিত এলাকার নাম হল- ডিহং ডিবং।
* জলদাপাড়ার জাতীয় উদ্যান- আলিপুরদুয়ার।
* গরুমারা জাতীয় উদ্যান- জলপাইগুড়ি।
* কাজিরাঙা জাতীয় উদ্যানরয়েছে- আসামে।
* সুন্দরবন জাতীয় উদ্যান- দক্ষিণ চব্বিশ পরগনা।
* নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান- কালিম্পং।
* বক্সা টাইগার রিজার্ভ- আলিপুরদুয়ার।
* ভারতের দুটো বিলুপ্ত প্রাণীর নাম-
গোলাপী মাথা হাস ও পাহাড়ি বটের।
* ভারতের দুটো লুপ্তপ্রায় প্রাণীর নাম- একশৃঙ্গ গন্ডার ও সিংহ ।
* বালি শিখর সম্মেলন- ২০০৭
* কানকু সম্মেলন- ২০১১
* কোপেনহেগেন সম্মেলন- ২০০৯
* কিওটো প্রটোকল- ১৯৯৭
* মন্ট্রিল প্রটোকল- ১৯৮৭
* ভারতের রাজ্যে মধ্যপ্রদেশের- অরণ্য ভূমির পরিমাণ সর্বাধি
2 Comments
Nice
ReplyDeleteHelpful
ReplyDelete